ম্যাচে সাবিনার ৩০ গোল!

বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম নারী ফুটবলার হিসেবে সাবিনা খাতুন বিদেশি লিগে খেলতে গিয়েছেন। মালদ্বীপে ‘ক্লাব মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা-২০১৫’-তে পুলিশ ক্লাবের হয়ে খেলছেন তিনি। পুলিশ ক্লাবের হয়ে নিজের তৃতীয় ম্যাচে মাঠে নামেন তিনি।

 

আগের দুই ম্যাচের মতো এবারও প্রতিপক্ষকে গোলবন্যায় ভাঁসিয়েছেন তিনি। একাই করেছেন ১০ গোল। ফলে ক্লাব এমআরডিসির বিপক্ষে ১৩-০ গোলের জয় পায় পুলিশ ক্লাব। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিতও হয়েছেন সাবিনা। নিজেদের আগের দুই ম্যাচেও সেরা খোলোয়াড়ের পুরস্কার পান তিনি।

 

পুলিশ ক্লাবের হয়ে প্রথম ম্যাচে এম.ই.ই ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিকসহ চার গোল করেন। পরের ম্যাচে গড়েন ১৬ গোলের রেকর্ড। আর সবশেষ রোববার তিনি করেছেন ১০ গোল। তিন ম্যাচে তার গোল সংখ্যা ৩০। এই গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সাবিনা।

 

প্রসঙ্গত, দেশ ছাড়ার আগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কথা জানিয়েছিলেন সাবিনা। সেই লক্ষ্যে দারুণভাবে এগিয়ে যাচ্ছেন তিনি। ৩ ম্যাচে সাবিনার ঝুলিতে জমা হয়েছে ৩০ গোল। এক কথায় অবিশ্বাস্য!

Exit mobile version