২২ দিনের সফরে আসছে ভারত!

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে দুর্ভাগ্যজনক হারের রেশ এখনো কাটেনি। কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের কিছু ভূল সিদ্ধান্তে ভারতের কাছে হারে বাংলাদেশ।

কিন্তু দেশে ফিরেই আবার নিজেদের আগের ছন্দেই আছে বাংলাদেশ পাকিস্তানকে ওয়ানডে সিরিজে বাংলাওয়াশ করেছে মাশরাফিরা। টি-টোয়েন্টিতেও তুলে নিয়েছে জয়।

পাকিস্তান সিরিজের পর পর ই বাংলাদেশে আসছে ভারত। একটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ৭ জুন বাংলাদেশে আসবে ভারত। সিরিজের সময়সূচী এখনো নির্ধারন করা হয় নি। সিরিজ শেষ করে ২৯ জুনেই আবার নিজেদের দেশের ফিরে যাবে ভারত।

Exit mobile version