অধিনায়কত্ব হারালেন মুশফিক; নতুন অধিনায়ক সাকিব

আগেই থেকেই অনুমিত ছিল যে সম্ভবত টেস্ট অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরের সময় বোর্ড এবং কোচের ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করায় তার ওপর নাখোশ ছিল বিসিবি। এবার তাকে সরিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের কাঁধে টেস্ট অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হলো।

আজ রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।  টেস্ট দলের সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদকে। এত দিন এই দায়িত্ব পালন করছিলেন তামিম ইকবাল। তাকে বানানো হয়েছে টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক। মাশরাফি বিন মুর্তজা থাকছেন ওয়ানডে অধিনায়ক হিসেবে।

২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর মাশরাফি ক্ষুদ্র দৈর্ঘ্যের অধিনায়কত্ব পাওয়ায় কেবল টেস্ট ফরম্যাটেই নেতৃত্ব দিয়ে আসছেন মুশি।  বিসিবি প্রধান নাজমুল হোসেন পাপন বলেছেন, সকলের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুশফিকের সঙ্গেও ব্যাপারটি নিয়ে আলোচনা হয়েছে।

Scroll to Top