আল্লাহর কাছে বিচার দিলো হ্যাপী!

happy+rubelকী দোষ ছিল আমার? কেন কাঁদালেন আমায়? এমনই প্রশ্ন আলোচিত মডেল নাজনীন আক্তার হ্যাপির।

শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন –
বন্ধ দরজা তার পাশে দাঁড়িয়ে কাঁদতে চাই, তবে দরজা খুলে জিজ্ঞেস করতে চাই না কী দোষ ছিল আমার? কেন কাঁদালেন আমায়? আপনি খুব দুর্ভাগা আপনি এমন একজনকে হারালেন যে কিনা আপনাকে পাগলের মত ভালোবাসতো আর অন্ধের মত বিশ্বাস করতো! এটা অসম্ভব যে কারো বিশ্বাস ভেঙ্গে কেও ভাল থাকতে পেরেছে, আজ না হয় কাল তাঁর জন্য অনেক বড় সাজা রেখেছেন। একদিন যখন আমার হাত ধরে কান্না করে বলবেন (হুম বলতে হবে) ভুল হয়েছে, আমি সেদিন বলবো “আমার ভুল আপনি”। মহান আল্লাহ জানেন আমার মনে কি ছিল। আল্লাহ আমার বিচার করবেন। মানুষের কাছে মিথ্যার জয়, আর মহান আল্লাহ এর কাছে সত্যর অ্যান্ড লাস্ট ওয়ার্ড ইজ আই হেইট ইউ।

Exit mobile version