ক্যারিবীয়ান টি-২০ প্রিমিয়ার লীগের দল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে কিনে নিয়েছেন বলিউডের সুপারস্টার ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান।
এর আগে ক্যারিবীয়ান এই লীগের আরো দুটি দল কিনেছিলেন হলিউডের দুই তারকা মার্ক ওহালবার্গ এবং জেরার্ড বাটলার।
দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে শাহরুখের সাথে আরো আছেন বলিউড তারকা অভিনেত্রী জুহি চাওলা। সিপিএল এর সাথে যুক্ত হতেও বন্ধু ও দীর্ঘদিনের সহকর্মী শাহরুখের সাথে জুহি ও তার স্বামী জয় মেহতা রয়েছেন।
আগামী ২০ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগের তৃতীয় আসর অনুষ্ঠিত হবে।
কেকেআর আইপিএলের অন্যতম একটি জনপ্রিয় দল। শাহরুখ সেই জনপ্রিয়তায় বাড়তি উদ্দীপনা যুগিয়েছেন।
সিপিএল এ অবশ্য শাহরুখের পাশাপাশি ওহালবার্গ ও বাটলারও দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে আসছেন। এর মধ্যে ওহালবার্গ কিনেছেন বার্বাডোস ট্রাইডেন্টস এবং বাটলার কিনেছেন ক্রিস গেইলের নেতৃত্বাধীন জ্যামাইকা টালাওয়াহস।
আইপিএলের কোন দলের মালিক হিসেবে শাহরুখ খানই প্রথম বিদেশী কোনো দল কিনে নিলেন।