দীর্ঘ এক যুগ পাড়ি দিয়ে পাকিস্তানের বিপক্ষে জয়ের মুকুট ছিনিয়ে নিল বাংলার টাইগাররা। উচ্ছাসে-উল্লাসে গর্বে ভরে যাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মন। বিশ্বকাপে ভারতের কারচুপির গ্লানি হয়তো কিছুটা হলেও মুছে দিলো গতকালের জয়। অপরদিকে ওয়ানডে সিরিজের ১ম ম্যাচেই টাইগারদের বিপক্ষে পাকিস্তানের হেরে যাওয়াটা অবাক করে দিয়েছে পাকিস্তানের সাবেক ক্রিটারদের।
পাকিস্তানের গণমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকারা। পাকিস্তানের জিও নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা বলেন, আমরা বাংলাদেশের সাথে হেরে যাবো এ কথা কখনো চিন্তাও করতে পারিনি। তিনি বলেন, পাকিস্তানের নতুন টিমের খেলা দেখে বড় হতাশ হয়েছি।
পাকিস্তানের ক্রিকেট দল আজ কোথায় পৌঁছেছে! সাবেক ক্রিকেটার শুয়াইব আখতার বলেন, আমি দু বছর যাবত বলে আসছি একদিন এমন এক সময় আসবে যে পাকিস্তান বাংলাদেশের সঙ্গেও হারবে। সাবেক অধিনায়ক মুহাম্মদ ইউসুফ বলেন, নতুন টিম হারার কথাই তো ছিল। তিনি বলেন, যদি সাঈদ আজমল আগের মতো বলিং করতো তাহলে হারার সম্ভাবনা ছিল না।
অলরাউন্ডার শহিদ আফ্রিদি বলেন, পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং ভালো করা উচিত। ফিল্ডিং এর কারণেই হারতে হয়েছে। তিনি আরো বলেন, খেলোয়ারদের সর্বাবস্থায় উৎসাহ দেওয়া উচিত যাতে করে ভবিষ্যতে ভালো করতে পারে।
দৈনিক নয়ে ওয়াকতকে দেওয়া প্রতিক্রিয়ায় সাবেক ক্রিকেটাররা বলেন, পাকিস্তানের ক্রিকেট বোর্ডের ভুল সিদ্ধান্তের কারণেই আজ আমাদের এ দিন দেখতে হলো। যদি এভাবে চলে তাহলে সিরিজেও বাংলাদেশের কাছে পাকিস্তান হারবে।
সাবেক ফাস্ট বলার আমির নযির বলেন, পাকিস্তানের ক্রিকেট বোর্ড এত পরে ফিল্ডিং-এ টাকা ঢালছে যখন সব শেষ হওয়ার পথে। বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। পাকিস্তানের ক্রিকেট বোর্ড মোনাফাবাজদের কারণেই আজ অবনতি। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এ ধরনের ফলাফলের জন্যই প্রস্তুত থাকতে হবে।
সাবেক ইউকেট রক্ষক ব্যাটসম্যান আশরাফ আলী বলেন, দুর্বল ফিল্ডিং এর কারণেই নতুন অধিনায়ক আজহার আলীকে হারতে হয়েছে। সাঈদ আজমলের তো আন্তর্জাতিক ক্যারিয়ার ধ্বংস হওয়ার পথে। বাংলাদেশ যে হাতে পাকিস্তানকে পিটিয়েছে এটাতে নিশ্চিত করে বলা যায়, বড় কোনো দলের সঙ্গে আরো বেশি স্কোরে হারবে।
পাকিস্তান খেলোয়ারদের ইউকেট রাখতে শিখতে হবে। বাংলাদেশের ইউকেট যেখানে সেইঞ্চুরি করেছে সেখানে পাকিস্তানের ইউকেট হাফ সেঞ্চুরি করেছে। পাকিস্তানি খেলোয়াড়দের আরো ট্যালেন্ড হওয়া উচিত।
সূত্র : জিও টিভি, দৈনিক নয়ে ওয়াকত, দৈনিক পাকিস্তান