পাপনকে আইসিসির সভাপতি হওয়ার প্রস্তাব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি হওয়ার প্রস্তাব পেয়েছেন। তবে তিন মাসের জন্য আইসিসির প্রেসিডেন্ট হতে বিসিবির সভাপতির পদ ছাড়ত চান না তিনি।

শুক্রবার দুপুরে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

পাপন বলেন, মোস্তফা কামালের পদত্যাগের পরে আইসিসি থেকে মৌখিকভাবে আমাকে সভাপতি হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে আগামী সপ্তাহে এ বিষয়ে জানাব।

এসময় পাপন বলেন, নভেম্বরে বাংলাদেশে চার জাতি টুর্নামেন্ট খেলতে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে আগ্রহী।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে গত বুধবার সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আ হ ম মুস্তফা কামাল।

Scroll to Top