বাংলাদেশে ক্রিকেট সিরিজ নিয়ে পাকিস্তানি কার্টুনিস্টের ব্যাঙ্গচিত্র!

বাংলাদেশে এসে একের পর এক ব্যর্থতায় বিপর্যন্ত পাকিস্তানের ক্রিকেট। ওয়ানডে ও টি২০ তে হারের পর ড্র করতে হয়েছে প্রথম টেস্টও। এমন অবস্থায় পাকিস্তানের ক্রিকেটকে নিয়ে ব্যাঙ্গচিত্র একেছেন সেদেশেরই এক কার্টুনিস্ট ‘খালিদ’! পাকিস্তানি সংবাদপত্র ‘ডেইলি টাইমস’ এ প্রকাশিত এ কার্টুনে দেখা যাচ্ছে বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি২০ তে ইতোমধ্যে সমাধিস্থ করা হয়েছে পাকিস্তান দলকে। এখন টেস্ট ম্যাচের জন্যেও চলছে কবর খোড়াখুড়ির কাজ! পাকিস্তানের ক্রিকেটে এমন দুর্দশা এর আগে কখনো এসেছে কি? সূত্র : প্রিয় নিউজ।

Scroll to Top