বাংলাদেশ কে নিয়ে আতংকে আছে ভারত!

বাংলাদেশ পাকিস্তানকে ওডিআই ও টি২০ তে ধবধোলাই করার খবর ভারতীয় মিডিয়া খুব ভাল ভাবেই প্রচার করছে। ভারতের চিরশত্রু পাকিস্তান কে বাংলাদেশ এমন লজ্জাজনক ভাবে হারাতে দেখে ভারতীয় রা খুব খুশি! কিন্তু টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় লিখেছে পাকিস্তানকে বাংলাদেশ হারালো এতে অনেক ভারতীয় খুশি হলেও জুনেই ভারতের বাংলাদেশ সফরে আসার কথা। এবং ভারত পূর্ণ শক্তির দল নিয়ে আসবে! গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে বিতর্কিত আম্পায়ারিং এ বাংলাদেশ হেরে যাওয়াতে তীব্র ক্ষোভে আছে বাংলাদেশ। তারা যেকোন মূল্যে ভারত কে হারিয়ে এর প্রতিশোধ নিতে চাইবে। টাইমস অব ইন্ডিয়া আরো লিখেছে।

বাংলাদেশের সাম্প্রতিক ফরম খুব ই ভাল! এছাড়া তামিম মুশফিক সাকিব মাশরাফিকে পত্রিকাটি আলাদা ভাবে ফোকাস করেছে।

পত্রিকটি বাংলাদেশের প্রতিটা ম্যাচ নিয়ে বিশ্লেষণ করেছে। তিন ম্যাচের ওডিআই সিরিজে ৫টি সেঞ্চুরী হয়েছে তার মধ্যে ৪ টি করেছে বাংলাদেশীরা। প্রতি ম্যাচে বাংলাদেশের কেউ না কেউ সেঞ্চুরী করেছে। তামিম টানা ২ ম্যাচে সেঞ্চুরী করেছে। ৭৯ রানে জয় ৭ উইকেটে জয় ৮ উইকেটে জয় টি২০ তে ও ৭ উইকেটে জয়! বাংলাদেশ নিজেদের মাটিতে টানা ৮ টি ওডিআই ম্যাচে অপরাজিত। টেস্ট ও টি২০ মিলিয়ে টানা ১২ ম্যাচে বাংলাদেশের নিজেদের মাটিতে কোন পরাজয় নাই। এসব তথ্য ই ভারত কে ভাবিয়ে তুলেছে! দুই দেশের বোর্ডের সর্বশেষ খবর অনুযায়ী ভারত একটি পূর্নাঙ্গ সিরিজ খেলতেই বাংলাদেশে আসতে পারে। এবং এই সফর ঘিরে যে দুই দেশের ক্রিকেটাঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করবে তা খুব সহজেই অনুমেয়।

মেহেদী হাসান

Scroll to Top