বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের সময়সূচি

74

বিশ্বকাপের পুল “এ” এর কোয়ার্টার ফাইনালে খেলা দলগুলো সময়সূচি ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। পুল “এ” থেকে নির্বাচিত হয়েছে  চারটি  দল।

পুল “এ” থেকে নির্বাচিত দল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া দ্বিতীয়, শ্রীলঙ্কা তৃতীয় এবং বাংলাদেশ চতুর্থ।

পুল “বি” থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছেন ভারত। দক্ষিণ আফ্রিকাও শেষ আটে চলে গেছে। তবে এই গ্রুপর দুটি ম্যাচ এখনো বাকি। তাই দ্বিতীয় থেকে চতুর্থ স্থান এখনো নির্ধারিত নয়।

রোববার ওয়েস্ট ইন্ডিজ খেলবে আরব আমিরাতের বিপক্ষে, অন্যদিকে পাকিস্তানের মুখোমুখি হবে  আয়ারল্যান্ড।

নক আউট পর্বের  অবস্থাটা এখন এই রকম :

কোয়ার্টার ফাইনালের সময়সূচি-

১৮ মার্চ-কোফা ৩-শ্রীলঙ্কা (এ-৩) বনাম বি-২, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

১৯ মার্চ-কোফা ৪-বাংলাদেশ (এ-৪) বনাম ভারত (বি-১), মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড

২০ মার্চ-কোফা ২-অস্ট্রেলিয়া (এ-২) বনাম বি৩, অ্যাডিলেড ওভাল

২১ মার্চ-কোফা ১-নিউজিল্যান্ড (এ-১) বনাম বি৪, ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়াম