বিশ্বকাপ ফাইনালে উত্তেজনাকর ম্যাচে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড। ১৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪৭ রান। রস টেইলর ১০ ও গ্র্যান্ট ইলিয়ট ৪ রানে ব্যাট করছেন।
একাদশ বিশ্বকাপের ফাইনালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। প্রথম ওভারেই মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন এই কিউই অধিনায়ক। এরপর পাওয়ার প্লেতে মার্টিন গাপটিল ক্যান উইলিয়ামসনের সাবধানী ব্যাটিং থেকে আসে ৩১ রান। কিন্তু দ্বাদশতম ওভারে ম্যাক্সওয়েলের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ১৫ রানে সাজঘরে ফেরেন গাপটিলও। পরের ওভারেই মিচেল জনসন নিজের বলে ফিরতি ক্যাচ নিয়ে ক্যান উইলিয়ামসনকে (১২) প্যাভেলিয়নে পাঠান।
ফাইনালের দুই দলই অপরিবর্তিত রয়েছে। পঞ্চম শিরোপার জন্য খেলছে স্বাগতিকরা। আর নিউ জিল্যান্ড এই মঞ্চে আগন্তুক; এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে পা পড়েছে কিউইদের।