ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

75

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ভারতকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জিতলো বাংলাদেশের কিশোরীরা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন শামসুন্নাহার।

এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ৩-০ গোলে হেরেছিল ভারত। প্রতিযোগীতায় কোনো ম্যাচেই গোল খায়নি বাংলাদেশ। অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা।

আজ দুপুর ২টায় কলমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দুপুর ২টায় ফাইনাল ম্যাচটি শুরু হয়। প্রথম থেকেই মাঠে প্রভাব বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশের কিশোরীরা।

দ্বিতীয় মিনিটেই সুযোগ পেয়েছিল মেয়েরা। ফরোয়ার্ড তহুয়া খাতুন প্রতিপক্ষের বিপদ সীমানায় ঢুকেও পড়েছিল। কিন্তু তার বাড়ানো বলে কেউ পা ছোঁয়াতে পারেনি বলেই বল জালে ঢোকাতে পারেনি বাংলাদেশ।

প্রথমার্ধের শেষের দিকে আবারো সুযোগ পায় বাংলাদেশ। ৪২ মিনিটের মাথায় জয় সূচক গোল করেন শামসুন্নাহার। দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি দুই দল।

জয়োল্লাস করে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোরীরা।