মাশরাফির রংপুর পাচ্ছে ২ কোটি টাকা

ফ্রাঞ্চাইজি ক্রিকেট মানেই টাকার ঝনঝনানি। ক্ষুদ্র পরিসরের টুর্নামেন্টে এর প্রভাব অনেক বেশি। বিপিএলও তার ব্যতিক্রম নয়! বিপিএলের সদ্য চ্যাম্পিয়ন হওয়া রংপুর রাইডার্সের সদস্যদের ২ কোটি টাকার আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন দলটির ফ্রাঞ্চাইজি মালিকরা।

বিপিএলের পাঁচ আসরের চারটি শিরোপাই উঠেছে মাশরাফি বিন মুর্তজার হাতে। তার পরশেই রংপুরের মতো একটা আনকোরা দল প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছে। দলের ক্রিকেটারদের এমন নান্দনিক পারফরম্যান্সে বেজায় খুশি ফ্রাঞ্চাইজি মালিকরা। আর তাই তো ক্রিকেটারদের আর্থিক পুরস্কার দিতেও কার্পণ্য দেখাচ্ছে না মালিক পক্ষ।

সদ্য শেষ হওয়া বিপিএলে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রংপুর। ট্রফি ঘরে তোলার আনন্দে আত্মহারা দলটির মালিক পক্ষ খেলোয়াড়দের ২ কোট টাকার আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন।

Exit mobile version