যে কারনে বহিষ্কার আল-আমিন

imagesএমন কি কান্ড ঘটিয়েছিলেন আল-আমিন! যাকে বহিস্কার করে বসে বিসিবি। আর তাতে মাঠে না নামতেই বিশ্বকাপ স্বপ্ন মাঠি দিতে হয় এ মিডিয়াম পেসারের। শৃঙ্খলাভঙ্গের দায়ে দল থেকে বহিস্কার হওয়ার পর বিমানে তুলে দিয়া হবে দেশের উদ্দেশ্যে এমন খবর প্রচার হওয়ার পর, এবার জানা গেল তলের বিড়ালের কাহিনী। দলীয় শৃঙ্খলা বিরোধী অনেক অপরাধ ছিল আল আমিনের। বেশকিছু অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, অস্ট্রেলিয়ায় পৌছানোর পর থেকেই বেপরোয়া চলাফেরায় অভ্যস্ত ছিলেন আল আমিন। সময় মতো হোটেলে না ফেরা, অধিক রাত করে ফেরা, ম্যানেজমেন্টের কথা না শোনা, সিনিয়রদের সঙ্গে অশোভন আচরণও। আর সে কারণেই হয়তো তাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে। এছাড়া তো, শনিবার মধ্যরাতে হটেলে টিমের সাথে নেই আল আমিন। ছিলেন কোথায় স্বয়ং প্রশ্ন তুলেছে আইসিসির দূর্নীতি দমন কমিশন (আকসু)। এ পর্যন্ত ১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে আল আমিন হোসেন ১৭ উইকেট পেয়েছেন। ৬ টেস্টে তার উইকেট ৬টি। এছাড়া ৯টি টি-২০ ম্যাচ খেলে আল আমিন হোসেন উইকেট নিয়েছেন ১২টি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামেননি আল আমিন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আল আমিনের পরিবর্তে নেওয়া হতে পারে আরেক মিডিয়াম পেসার শফিউল ইসলামকে। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের বাইরে যে দু’জনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল তাদের মধ্যে রয়েছে শফিউলের নাম। ছিলেন ৩০ জনের প্রাথমিক দলেও।

Scroll to Top