লা লিগায় জয় পেল অ্যাটলেটিকো মাদ্রিদ

লা লিগায় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার প্রতিপক্ষ দেপোর্তিভোর মাঠে ২-১ গোলে জয় পেয়েছে কোচ ডিয়াগো সিমওনের শিষ্যরা।

এই জয়ের পর লিগ পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানেই আছে অ্যাটলেটিকো। ৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট অর্জন করেছে তারা। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভ্যালেন্সিয়া। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

সফরকারী হিসেবে খেলতে নামলেও ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় লিড নেয় অ্যাটেলটিকো মাদ্রিদ। গ্রিজম্যান গোল করে দলকে এগিয়ে দেন।

২২ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন গ্রিজম্যান। সেই সঙ্গে দলের লিডকে ডাবলে নিয়ে যান তিনি। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মাদ্রিদের ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেনি রোজিব্লাঙ্কোসরা। বিপরীতে একটি গোল শোধ করতে পারে দেপোর্তিভো। খেলার ৭৮ মিনিটে দলের হয়ে এই গোলটি করেন ওরিওল রেইরা।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলে এগিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Exit mobile version