হাফিজের সেঞ্চুরিতে বড় স্কোরের দিকে পাকিস্তান

মোহাম্মদ হাফিজের সেঞ্চুরিতে খুলনা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে পাকিস্তান। বিপরীতে ক্যাচ ফেলে দেয়ার মহড়ায় এগিয়ে থেকে ম্যাচটিতে পিছিয়ে পড়ছে প্রথম দিনে দাপট দেখানো বাংলাদেশ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪২ ওভারে এক উইকেট হারিয়ে ১৬০ রান সংগহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন মোহাম্মদ হাফিজ (১০২) ও আযহার আলী (৩৬)।

বুধবার শেষ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ২৩৬ রান ও ছয় উইকেট নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ মাত্র ৩৩২ রানেই অল আউট হয়ে যায়।

জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে তাইজুল ইসলামের পঞ্চম বলে হাফিজের ক্যাচ ধরেন মুশফিক। আম্পায়ার আউট দিলেও রিভিউতে বেঁচে যান পাকিস্তানের ওপেনার।

১২তম ওভারে তাইজুলের ৫ম বলে মুশফিকের হাতে ক্যাচ তুলে দেন পাকিস্তানের সামি আসলাম। কিন্তু আম্পায়ার সামিকে আউট না দিলে রিভিউ নেন দলনেতা মুশফিক। রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান।

এরপর শুরু হয় বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া। সাকিব আল হাসানের বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন আজহার আলী। বল গ্লাভসবন্দি করতে পারেননি বাংলাদেশের উইকেটরক্ষক। বল মাটিতে পড়ার আগে তালুবন্দি করার সুযোগ এসেছিল মাহমুদউল্লাহর সামনেও। কাজে লাগাতে পারেননি তিনি।

অভিষিক্ত মোহাম্মদ শহীদের বলে মুশফিককে আবার ক্যাচ দেন আজহার। ঝাঁপিয়ে পড়লেও বল গ্লাভসবন্দি করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। ১১ রানের পর ২৮ রানে আবার জীবন পান আজহার।

Exit mobile version