১১ বছরের ফুটবলের বিস্ময়বালককে দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগে

চার্লি প্যাটিনো। বয়স মাত্র ১১। কিন্তু এখনই ইংলিশ প্রিমিয়ার লিগে পোস্টার বয় হয়ে উঠেছে চার্লি। তাঁকে দলে নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে আর্সেনাল, চেলসি, টটেনহ্যামের মতো ক্লাবগুলির মধ্যে। বর্তমানে লুটোন টাউনে খেলেন চার্লি। মনে করা হচ্ছে জ্যাক উইলশেয়ারের মতই ছোট্ট বয়সেই ইপিএলের শীর্ষ ক্লাবের হয়ে খেলতে চলেছে চার্লি। মাত্র ১৬ বছর বয়সে লুটোন টাউন থেকেই আর্সেনালে যোগ দিয়েছিলেন উইলশেয়ার। ফিফার নিয়ম অনুযায়ী চার্লিকে দলে নিতে লুটোন টাউনকে ১০ হাজার পাউন্ড ট্রান্সফার ফি দিতে হবে। অর্থের পরিমান বেশি হলেও সেটা খরচ করতে রাজি ইপিএল ক্লাবগুলি। তবে চার্লির কেরিয়ার নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন তাঁর অভিভাবকরা। ইংল্যান্ডে থাকলেও স্প্যানিশ ফুটবলে মুগ্ধ চার্লি। তাঁর পছন্দের ক্লাব বার্সেলোনা। সূত্র : জি-নিউজ।

Exit mobile version