বিশ্বকাপ ক্রিকেট বাজে আম্পায়ারিংয়ের বিরুদ্ধে আইসিসিতে আপিল করতে বিসিবি কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
একই সাথে নোটিশ দেয়া হয়েছে ক্রীড়া সচিব ও বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারকেও।
ওই আইনজীবীর মতে বাংলাদেশ ভারত ম্যাচের আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার তিনটি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহর আউট এবং রুবেল হোসেন একটি বলকে নো-বল কল করে।
তার দাবি, “তামিম ও মাহমুদুল্লাহ আসলে আউট ছিলেননা। রোহিত শর্মাকে করা রুবেল হোসেনের ওই বলটিও নো-বল ছিলনা”।
বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে ১০৯ রানে পরাজিত হয়েছিলো।
পরে আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামাল নিজেও ওই ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন।