তামিম- ইমরুলের অর্ধশতকে অগ্রসর হচ্ছে টাইগাররা

পাকিস্তানের প্রথম ইনিংস থেকে ২৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু এনে দিয়েছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

তামিম ইকবাল ওয়ানডে স্টাইলে অর্ধশতক তুলে নিয়েছেন। তবে ইমরুল টেস্ট মেজাজে অর্ধশতক পেয়েছেন। তামিম অর্ধশতক পূরণ করেন ৬৩ বলে, ৭ বাউন্ডারিতে। আর ইমরুল ৮০ বলে অর্ধশতক করেন ৭ চার ও এক ছক্কায়।

চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেট ১৪২ রান। ব্যাট করছেন ইমরুল কায়েস (৫৬) ও তামিম ইকবাল (৮৫)। পাকিস্তানের চেয়ে ১৫৪ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

এর আগে চতুর্থ দিনে লাঞ্চের আগে পাকিস্তান ৬২৮ রানে গুটিয়ে যায়। সফরকারীরা লিড পায় ২৯৬ রানের। বাংলাদেশের পক্ষে ৬ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছিল ৩৩২ রান।

Scroll to Top