‘ম্যারি মি তাসকিন’!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলকে স্বাগত জানাতে আসা হাজারও সমর্থকের মধ্যে ছিলেন পেসার রুবেল হোসেনের দাবিদার। তার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ম্যারি মি রুবেল’।

শুধু পেসার রুবেল হোসেনই নন; ছিলেন আরেক পেসার তাসকিন আহমেদের দাবিদারও। তার হাতে থাকা প্ল্যাকার্ডেও বিশ্বকাপের মঞ্চে নয় উইকেট পাওয়া তাসকিনের উদ্দেশ্যে লেখা ছিল – ‘ম্যারি মি তাসকিন’!

Scroll to Top