রানের পাহাড় গড়ার পথে পাকিস্তান

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ টপকে গেছে পাকিস্তান। বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনেই বাংলাদেশকে ছাড়িয়ে যায় সফরকারীরা। ইনিংসের ৮৬তম ওভারেই বাংলাদেশের ৩২২ রানকে স্পর্শ করে তারা। পরের ওভারেই এগিয়ে যায় পাকিস্তান। এর সঙ্গে হয়ে গেছে মধ্যাহ্নভোজের বিরতিও। ৮৮ ওভার ব্যাট করে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৩৩৩ রান। হাফিজ ১৯০ ও ইউনুস খান ৩১ রানে ব্যাট করছেন।

ইনিংসের ৮৩তম ওভারে নতুন বল নিয়েছিল বাংলাদেশ। তবে পাকিস্তানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙেছেন শুভাগত। আজহার আলীকে বোল্ড করেছেন তিনি। দিনের ১৪তম ওভারে আজহার আলী ফিরেন ১৭৭ বলে ৮৩ রান (৪ চার, ১ ছয়) করে। ভেঙে যায় আজহার ও হাফিজের ২২৭ রানের জুটি। ডাবল সেঞ্চুরির পথে হাঁটছেন হাফিজ। ইউনুস খানও এগুচ্ছেন হাফ সেঞ্চুরির দিকে।

আঙ্গুলের ইনজুরির কারণে বিশ্রামেই আছেন মুশফিকুর রহিম। শুরু হয়েছে খুলনা টেস্টের তৃতীয় দিনের খেলা। মুশফিক না থাকায় বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। আর কিপিংটা করছেন ইমরুল কায়েসই।

ম্যাচের দ্বিতীয় দিনে শহীদের করা ইনিংসের ৩৫তম ওভারে আজহার আলীর ক্যাচ ফেলেন মুশফিক। এক হাতে ক্যাচ নিতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। তাৎক্ষণিক চিকিৎসা নিলেও পরে মাঠ ছাড়তে হয়েছে মুশফিককে। রাতে এক্সরে করা হলে অবশ্য গুরুতর কিছু পাওয়া যায়নি। ব্যথার কারণে ফিল্ডিংয়ে নামতে পারেননি মুশফিক।

দ্বিতীয় দিনের ১ উইকেটে ২২৭ রান নিয়ে বৃহস্পতিবার খেলতে নেমেছে পাকিস্তান।

Scroll to Top