হতাশায় অভুক্ত ভারত

একদিকে মহেন্দ্র সিংহ ধোনির বাংলাদেশ পেসারকে ধাক্কা মেরে ফেলে দেওয়া। অন্যদিকে, টিম ইন্ডিয়ার নৈশভোজ না সেরে স্টেডিয়াম ছেড়ে বেরনো।

 

ওয়ানডে সিরিজের প্রথম বাংলাদেশ বনাম ভারতকে ঘিরে এই দুটো চাঞ্চল্যকর ঘটনাই ঘটে থাকল।

 

ধোনির ধাক্কা দেওয়ার ঘটনাটা ঘটে ভারতীয় ইনিংসের ২৫তম ওভারে। ম্যাচে ৫ উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমানেরি ওভারের দ্বিতীয় বলে ধোনি এক রান নিতে যান। এবং দৌড়ানোর সময় আচমকাই মুস্তাফিজুরকে ধাক্কা দিয়ে বসেন ধোনি।

 

পরবর্তীতে ওভার শেষ না করতে পেরে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় মুস্তাফিজুরকে। পরে ফিরে এলেও বিতর্ক আটকানো যায়নি। সোশ্যাল মিডিয়ায় যে ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া হয়।

 

বাংলাদেশ জনতা বলতে থাকে, ধোনির মতো এক ক্রিকেট ব্যক্তিত্ব কী করে এটা করতে পারলেন? অনেকে বলতে থাকেন, ধোনির উপর শ্রদ্ধাটাই চলে গেল।

 

কেউ কেউ আবার অতীতের জন স্নো বনাম সুনীল গাভাস্কার ঘটনাকেও তুলে আনলেন। যেখানে গাভাস্কারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন স্নো।

 

রাতে আবার নতুন নাটক দেখা দেয়। টিম ইন্ডিয়া এতটাই হতাশ হয়ে পড়ে ম্যাচ নিয়ে যে, তারা অভুক্ত থেকেই মাঠ ছাড়ে। যদিও নৈশভোজের যাবতীয় ব্যবস্থা ছিল স্টেডিয়ামে। এবং হোটেলে ফিরেও তারা অভুক্ত থেকে গিয়েছেন বলে খবর। সূত্র: আনন্দবাজার।

 

Scroll to Top