হ্যাপির ফোন পেয়ে একি করলেন রুবেল!

মায়ের বাঁধার কারণে শত চেষ্টা করেও ফুল আর মিষ্টি নিয়ে বিমানবন্দরে জাতীয় বীর টাইগার রুবেলকে স্বাগত জানাতে ব্যর্থ হয়েছেন আলোচিত উঠতি নায়িকা নাজনীন আক্তার হ্যাপি। দেশসেরা পেসার রুবেলকে কাছে না পাওয়ার বেদনায় এবার গান গাওয়ার পরিকল্পনায় নেমেছেন তিনি। ‘‘রুবেলই আমার প্রথম প্রেম। যত ঝড়ই আসুক না কেন? আমি রুবেলের ভালোবাসা জয় করতে চাই। ভালোবাসা দিয়েই ভালোবাসার মানুষকে কাছে ফিরিয়ে আনতে চাই।’

কিভাবে আবার রুবেলকে জীবনে ফেরত পেতে চান কিনা এমন প্রশ্নের জবাবে হ্যপি বলেন, ‘বাবুর (রুবেল) সঙ্গে যা কিছু হয়েছে তা নিয়ে আমি অনুতপ্ত। এ বিষয়ে আমি গতকাল রাতেই কয়েকবার ‍রুবেলের নাম্বরে ফোন করেছি। কিন্তু একাবারও ফোন ধরেনি রুবেল।’

এই অভিমান থেকেই রুবেলকে ফিরে পেতে গত রাতেই একজন গীতিকারের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। তার প্রেম কাহিনী নিয়ে গান লিখে দেয়ার অনুরোধও জানানো হয়েছে। সেই গান নিজেই গেয়ে সিডি আকারে পহেলা বৈশাখের আগেই রুবেলের হাতে উপহার হিসেবে দিতে চান বলেও জানিয়েছেন হ্যাপি।

ইতোমধ্যে গিটার নিয়েও নাড়াচাড়া শুরু করেছেন তিনি। এদিকে, হ্যাপির ফোন না ধরার বিষয়ে পেসার রুবেলের ব্যবহৃত এয়াটেল নম্বরে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি এবং পরক্ষণেই ফোনটি বন্ধ করে দেন। মেহেদী হাসান

Scroll to Top