১১৫ বছরের ইতিহাস ভাঙল মেসিদের জার্সি!

স্বর্ণালি সময় কাটাচ্ছে লুইস এনরিকের বার্সেলোনা। লা লিগা শিরোপা ইতোমধেই জয় করেছে মেসি-নেইমার-সুয়ারেজের দল।কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় থেকেও একটি করে জয় দূরে দাঁড়িয়ে কাতালানরা। ক্লাবের দুর্দান্ত এই সময়ে নতুন জার্সি প্রকাশ করে ১১৫ বছরের ইতিহাস ভাঙল স্প্যানিশ জায়ান্টরা।

রোববার মেসি-সুয়ারেজ-নেইমারের দল ট্রফির ‘ট্রেবল’-এ দাঁড়িয়ে থাকার সন্ধিক্ষণেই নতুন মৌসুমের জার্সি প্রকাশ করল৷ ক্লাবের ১১৫ বছরের ইতিহাসে এই প্রথম লম্বালম্বি স্ট্রাইপের বদলে জার্সিতে থাকছে পাশাপাশি লাল-নীল স্ট্রাইপ৷ ফুটবল জার্সিতে পাশাপাশি স্ট্রাইপ এই প্রথম হলেও বার্সার বাস্কেটবল, রাগবি ও ট্র্যাক অ্যান্ড ফিল্ড দলের জার্সিতে এরকম ডিজাইন দেখা গিয়েছে অতীতে৷

মঙ্গলবার থেকেই অনলাইনে এই জার্সি কিনতে পারবেন বার্সার ভক্তরা৷ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাবের জার্সি পাওয়া যাবে NIKE.COM/FCB তে ও নাইকির অফিসিয়াল স্টোরে৷ অন্যদিকে অ্যাওয়ে ম্যাচের জন্য লাল-হলুদ স্ট্রাইপ জার্সিতেই দেখা যাবে মেসিদের৷

প্রসঙ্গত, আগামী ৩০ মে কোপা ডেল রে’র ফাইনালে ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। এর সাতদিন পর ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের মুখোমুখি হবে মেসি-নেইমার-সুয়ারেজের দল।

Scroll to Top