১৬ বছরের রেকর্ড ভাঙলেন বোল্ট

বিশ্বকাপে অনন্য এক রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ড। বিশ্বকাপের এক আসরে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ শিকারের রেকর্ড করেছেন তিনি।

 

মঙ্গলবার অকল্যান্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছে নিউজিল্যান্ড। টস জিতে কিউইদের ফিল্ডিং করার আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

 

দক্ষিণ আফ্রিকার ৩১ রানের মধ্যে হাশিম আমলা ও কুইন্টন ডি ককের উইকেট তুলে নিয়ে রেকর্ডটি গড়েন বোল্ট। ইনিংসের চতুর্থ ওভারে ওপেনার হাশিম আমলাকে বোল্ড করে সাজঘরে ফেরান বোল্ট।

 

এরপর ইনিংসের চতুর্থ ওভারে আরেক ওপেনার কুইন্টন ডি কককে টিম সাউদির ক্যাচে পরিণত করেন এই কিউই পেসার। ডি কককে ফিরিয়ে আসরে বোল্টের উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ২১টি।

 

এর আগে ১৯৯৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে ২০ উইকেট নিয়েছিলেন জিওফ অ্যালট। ১৬ বছরের অক্ষত রেকর্ডটি ভেঙে দিলেন বোল্ট। এবার নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ বোল্টের সামনে।

Scroll to Top