বিশ্বব্যাপী উৎপাদিত খাদ্যের প্রায় ১৭ শতাংশ অপচয় হয় বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের গবেষণা অনুসারে, ২০১৯ সালে অপচয় হওয়া খাবার মোটামুটি ২৩ মিলিয়ন সম্পূর্ণ লোড করা ৪০-টন ধারণক্ষমতাসম্পন্ন ট্রাকের সমান ছিল।
প্রতিবেদনে দেখা গেছে যে ধনী ও দরিদ্র দেশগুলিতে এই অপচয়ের হার একই রকম ছিল।
ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (ইউএনইপি) এবং ডাব্লিউএআরপি নামে একটি অলাভজনক সংস্থা যৌথভাবে এই গবেষণা চালায়।
[ছবি: লিম হুয়ে টেং / রয়টার্স]