নেপালে শনিবার সকালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সিএনএন বলছে, ওই ভূমিকম্পে দেড়শ জন প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, ভূমিকম্পে ১০৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো বহু মানুষ। তবে আহতদের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।