প্রাণহানির সংখ্যা ৬৬২১, ধ্বংসস্তূপে কেউ বেঁচে থাকার সম্ভবনা নেই

ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নেপালে ধ্বংসস্তূপের ভেতরে আর কেউ জীবিত থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির সরকার।

গত শনিবার নেপালে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সরকারি হিসেবে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬৬২১ জনে দাঁড়িয়েছে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী প্রসাদ ধাকাল শনিবার এএফপিকে বলেন, ‘উদ্ধার ও ত্রাণ কার্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তবে আমি মনে করিনা যে-ধ্বংসস্তূপের ভেতরে আর কেউ জীবিত রয়েছেন।’

নেপাল সরকার জানিয়েছে, ভূমিকম্পে আহত মানুষের সংখ্যা বেড়ে ১৪ হাজার ২৩ জনে পৌঁছেছে।

গত শনিবারের ওই ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডু ও এর আশপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার।

Scroll to Top