বৃটিশ রাজপরিবারে এলো নতুন রাজকুমারী

বৃটিশ রাজপরিবারে যোগ হলো এক নতুন রাজকুমারী। ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন দ্বিতীয়বারের মতো যথাক্রমে বাবা ও মা হলেন একটি মেয়ে সন্তানের। জানিয়েছে সিএনএন। শনিবার লন্ডনের একটি হাসপাতালে স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে রাজপরিবারের নতুন সদস্য পৃথিবীর আলো দেখে বলে জানিয়েছে কিংস্টোন প্রাসাদ কর্তৃপক্ষ। সন্তান ও মা দু’ জনই সুস্থ রয়েছে, তাদের সাথে উপস্থিত আছেন প্রিন্স উইলিয়ামও। প্রসঙ্গত, বৃটিশ রাজ পরিবারের বর্ষপুরোনো প্রথা ভেঙে ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনের দ্বিতীয় সন্তানের জন্মের খবর প্রথম প্রকাশ করা হয় ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে। তবে প্রথা অনুযায়ী বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষও বিজ্ঞপ্তি আকারে একটি ঘোষণা দেয়। এর আগে ২০১৩ সালে প্রথম সন্তান প্রিন্স জর্জকে জন্ম দেন কেট মিডলটন। নতুন রাজকুমারী বৃটিশ সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী।

Scroll to Top