ভারতে দাবদাহে মৃতের সংখ্যা ১৭শ ছাড়িয়েছে

ভারতে দাবদাহে মৃতের সংখ্যা এক হাজার ৭শ ছাড়িয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় তেলেঙ্গনা রাজ্যে আরও ১০০ জনের মৃত্যু হয়েছে। এ রাজ্যে এ পর্যন্ত ৪শ ৪০জনের মৃত্যু হয়েছে। ও দুই দিন এ দাবদাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
হায়দরাবাদে আবহাওয়া ​অধিদপ্তরের প্রধান ওয়াইকে রেড্ডি বলেন, আর দুদিনের জন্য তাপ প্রবাহ সতর্কতা বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, অষ্টম দিনের মতো তেলেঙ্গানাতে যে প্রচণ্ড তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন এবং এর স্থায়িত্ব দ্বিগুন হচ্ছে।
দাবদাহে নিহতদের অধিকাংশই নির্মাণ শ্রমিক, গৃহহীন ও বয়স্ক। হিটস্ট্রোক ও পানিশূন্যতার কারণে তাঁদের মৃত্যু হয়েছে।
এদিকে উত্তর অন্ধ্রপ্রদেশ ও রায়লাসিমা এলাকায় গত বৃহস্পতিবার মৌসুমী ঝড় বয়ে গেছে। এই ঝড় অন্ধ্রপ্রদেশে কিছুটা প্রশান্তি নিয়ে এসেছে ।

Scroll to Top