সিরিয়ায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ড্রোনটির ধ্বংসাবশেষ দেখানো হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, প্রেসিডেন্ট বাশার আল আসাদের শক্ত ঘাঁটি, উপকূলীয় লাতাকিয়া শহরে, বিমানটি ভূপাতিত করা হয়েছে।
আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরুর পর, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিয়া সরকারের হামলার ঘটনা এটাই প্রথম।
এদিকে, মার্কিন কতৃপক্ষ জানিয়েছে, ড্রোনটির যোগাযোগ হারানোর পর এটি বিধ্বস্ত হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত নয় তারা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।