মিশরে ফার্নিচার কারখানার আগুনে নিহত ২৫

মিশরের রাজধানী কায়রোর ৩৫ কিলোমিটার উত্তরের এল ওবোউর শহরে একটি ফার্নিচার কারখানায় লাগা আগুনে পুড়ে অন্ততপক্ষে ২৫ জন মারা গেছেন।
মিশরীয় কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, মঙ্গলবারের এ অগ্নিকাণ্ডের ঘটনায় আরো ২২ জন আগুনে পুড়ে ও শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

লিফটে বহন করা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনতলা ওই কারখানাটিতে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কারখানাটি সরকারি নিরাপত্তা ছাড়পত্র ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছিল।

দমকলের ২০টিরও বেশি গাড়ি কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা মিশরে প্রায়ই ঘটে। একই দিন দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় অপর একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন আহত হন।

Exit mobile version