মোদির মাথার দাম ১০০ কোটি রুপি!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথার দাম ১০০ কোটি রুপি (পাকিস্তানি মুদ্রায়) হেঁকেছেন পাকিস্তানের জামায়াত-ই-ইসলামীর প্রধান সিরাজ-উল-হক। নরেন্দ্র মোদিকে কেউ গ্রেপ্তার করে পাকিস্তানে এনে দিলে তিনি ওই পরিমাণ অর্থমূল্য পরিশোধ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

গতকাল মঙ্গলবার পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরের রাওয়ালকোটে দাঁড়িয়ে সিরাজ-উল-হক বলেছেন, ‘ভারত সরকার হিজবুল মুজাহিদিনের প্রধান সাঈদ সালাহউদ্দিনের মাথার দাম ৫০ কোটি রুপি ধার্য করেছে। আমি নরেন্দ্র মোদির মাথার দাম ১০০ কোটি ধার্য করলাম।’

পাকিস্তান অবজারভার জানিয়েছে, সিরাজ-উল-হকের দাবি, কাশ্মীরের বাসিন্দাদের স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে একমাত্র বাধা ভারতের নরেন্দ্র মোদি সরকার। তিনি বলেন, ‘মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য এই নরেন্দ্র মোদিকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করলেই সব সমস্যার অবসান হবে।’

অবশ্য এর আগেও এ ধরনের বিভিন্ন কথা বলে সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিলেন পাকিস্তানের কট্টরপন্থী এই নেতা। মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়ার পর ইসলামাবাদকে অচিরেই এ ব্যাপারে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে সিরাজ-উল-হক বলেছিলেন, ‘তথাকথিত একটি আদালতের রায়ে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিরপরাধ একজন মানুষকে খুন করা হলো।’

Scroll to Top