যৌন নিপীড়নের শিকার হচ্ছেন শ্রীলঙ্কার নারী ক্রিকেটাররা

দলে জায়গা পেতে কর্মকর্তাদের সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য হচ্ছেন শ্রীলঙ্কার নারী ক্রিকেট দলের বেশ কয়েকজন সদস্য। এমন অভিযোগের সত্যতাও মিলেছে তদন্তে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

এ ঘটনায় গত নভেম্বরে তদন্তের নির্দেশ দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পরে সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক নিমাল দিশানায়েকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট কমিটি গত বুধবার তদন্তের ফল ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেন।

এ বিষয়ে এক বিবৃতিতে ক্রীড়া মন্ত্রণালয় জানায়, তদন্তে দলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অনেক কর্মকর্তার বিরুদ্ধে ক্রিকেটারদের ওপর যৌন নিপীড়ন চালানোর প্রমাণ পাওয়া গেছে। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেয়া হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়। তবে বিবৃতিতে জড়িতদের বিষয়ে কিছু জানা যায়নি।

Exit mobile version