‘সৌদি আগ্রাসনের জবাব হবে অকল্পনীয়, পাল্টে যাবে মানচিত্র’

ইয়েমেনের বিপ্লবী সংগঠন আনসারুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগ্রাসী সৌদি আরবকে অকল্পনীয় জবাব দেয়া হবে এবং ইয়েমেনের জনগণ মধ্যপ্রাচ্যের মানচিত্রই পাল্টে দেবে। আনসারুল্লাহর তথ্য বিষয়ক কমিটির সদস্য নাসরউদ্দিন আমের এসব কথা বলেছেন।

সৌদি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা নিজেরা নিজেদের সীমান্তে শত্রু তৈরি করলেন এবং আপনারা যে আগ্রাসন চালাচ্ছেন আমরা তা কখনোই ভুলব না।” তিনি বলেন, সৌদি রাজার আগ্রাসী সিদ্ধান্তের জবাব যুদ্ধের ময়দানে দেয়া হবে এবং আগামী কয়েক দিনের মধ্যে এমন সব অপ্রত্যাশিত ঘটনা ঘটবে যে, সৌদি আরবসহ গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে যাবে। তিনি বলেন, সৌদ রাজ পরিবারের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে ইয়েমেন একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে-এটা উপলব্ধি করেই রিয়াদ এ আগ্রাসন শুরু করেছে।

গত বুধবার থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। সৌদি আগ্রাসনে এ পর্যন্ত বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে।

Exit mobile version