সৌদি সামরিক স্থাপনা দখল করেছে ইয়েমেনি বাহিনী

সৌদি আরবের একটি কৌশলগত সামরিক স্থাপনা দখল করেছে ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ যোদ্ধারা। সৌদি আরবের বর্বর আগ্রাসন অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের যোদ্ধারা এ কাজ করেছে। খবর রেডিও তেহরানের।

খবরে বলা হয়, গতকাল শুক্রবার সীমান্তের কাছে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-মায়েজাব সামরিক ঘাঁটিটি দখল করে ইয়েমেনের সেনা ও আনসারুল্লাহ যোদ্ধারা।

ইয়েমেনের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, ইয়েমেনের যোদ্ধাদের হামলার মুখে টিকতে না পেরে সৌদি সেনারা গণভাবে পালিয়ে গেছে। দখল অভিযানের পর ইয়েমেনের সেনারা ওই সামরিক ঘাঁটির ছবি প্রকাশ করেছে।

এদিকে ইয়েমেন সীমান্তের কাছে তাকিয়া এলাকায় একটি সৗদি সেনা ঘাঁটিতে আনসারুল্লাহ যোদ্ধারা হামলা চালালে দুই রক্ষী নিহত হয়েছে। এ সময় ঘাঁটির বহু সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়। নাজরান প্রদেশের একটি সামরিক অবস্থানেও আনসারুল্লাহ যোদ্ধারা হামলা চালায় এবং সেখানকার সেনারা পালিয়ে যায়।

Scroll to Top