৪০ হাজার শরণার্থীকে আশ্রয়ের আহ্বান ইইউ’র

সমুদ্রপথে আসা ৪০ হাজার শরণার্থীকে আশ্রয় দিতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর অব্যাহত চাপের পরিপ্রেক্ষিতে গত বুধবার ইইউ এ আহ্বান জানায়। খবর আলজাজিরার।

শরণার্থীদের আশ্রয়ে একটি পরিকল্পনার প্রস্তাব দিয়েছে ইইউ। সংস্থাটির আগামী বৈঠকে প্রস্তাবনাটি পাসের জন্য ‍উঠানো হবে।

প্রস্তাবনায় বলা হয়েছে, ১৫ এপ্রিলের পর সিরিয়া ও ইরিত্রিয়া থেকে আসা ২০ হাজার নাগরিককে ইতালি এবং গ্রিসে আশ্রয় দেওয়া হবে। দুই বছরের মধ্যে তাদের ইউরোপের অন্যান্য দেশে স্থানান্তর করা হবে। অন্যান্য দেশ থেকে আসা বাকি ২০ হাজার শরণার্থীকে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।

ইতোমধ্যে ইউরোপে আশ্রয়ের আশায় ইতালি, মাল্টা ও গ্রিসের সীমান্তে প্রায় এক লাখ শরণার্থী অবস্থান করছে।

সম্প্রতি লিবিয়া-ইতালি উপকূল সংলগ্ন ভূমধ্যসাগরীয় অঞ্চলে নৌকাডুবে কয়েক শ’ বিদেশগামীর মৃত্যুর ঘটনায় এ উদ্যোগ নিল ইইউ।

ইইউ’র এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

Scroll to Top