আন্তর্জাতিক আমার ক্যান্সার হয়েছে : জিমি কার্টার

ক্যান্সারে আক্রান্ত হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।

তিনি জানান, সম্প্রতি লিভার সার্জারির পরই ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন।

বৃহস্পতিবার বিবিসিতে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

চলতি মাসের শুরুতে লিভার সার্জারি করিয়েছেন ৯০ বছর বয়সী মার্কিন নেতা কার্টার। তিনি জানান, তার শরীরের অন্যান্য অঙ্গেও ক্যান্সার কোষটি ছড়িয়ে পড়েছে। আগামী সপ্তাহে এ সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে।

জিমি কার্টারের ক্যান্সারের খবরে তার আরোগ্য কামনা করে বুধবার এক বিবৃতি দিয়েছে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা তার বিবৃতিতে জিমি কার্টারের আরোগ্য কামনা করেছেন।

জিমি কার্টার ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ১৯৮১ সালে হোয়াইট হাউস ছাড়লেও নানা সামাজিক ও মানবাধিকার কাজে সক্রিয় ছিলেন। বিশ্বজুড়ে সহিংসতার শান্তিপূর্ণ সমাধানের জন্য ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি।

Scroll to Top