আফগানিস্তানে হামলায় নিহত ৩৩, আহত শতাধিক

আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালবাদ শহরে সিরিজ বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এতে আরো আহত হয়েছেন শতাধিক।

প্রাদেশিক পুলিশপ্রধান ফজল আহমেদ শাহারজাদ জানান, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে নিউ কাবুল ব্যাংকের একটি শাখার প্রধান ফটকে প্রথম আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এরপর শহরটির বিভিন্ন স্থানে দফায় দফায় বোমা হামলা শুরু হয়।

শাহারজাদ বলেন, প্রথম হামলার ঠিক এক ঘণ্টা পর নিউ কাবুল ব্যাংকের ৬০ মিটার দূরে অবস্থিত দ্য আফগানিস্তান ব্যাংকের শাখায় আরেকটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। তৃতীয় হামলাটি চালানো হয় একটি কবরস্থানের বাইরে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শাহারজাদ জানান, ব্যাংকগুলোতে সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা ওই সময় বেতন তুলছিলেন। নিহত ৩৩ জন বলা হলেও এ সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

তথ্যসূত্র : আলজাজিরা।

Scroll to Top