আসামি জেলে ফিরল একা, পুলিশ ব্যস্ত যৌনকর্মীর সাথে

image_201628.police-caseজেল হাসপাতাল থেকে এক বন্দি জেলে ফিরল একা। দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীরা ব্যস্ত রইলেন যৌনকর্মীদের সঙ্গে। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের কোডারমা জেলায়।
কোডারমা জেলের এক বন্দি অসুস্থতার কারণে ভর্তি ছিল জেল হাসপাতালে। কিন্তু হাসপাতাল থেকে জেলে ফেরার পথে তার জন্যে অপেক্ষা করছিল আরও আশ্চর্যকর ঘটনা। যে পুলিশকর্মীদের ওপর দায়িত্ব ছিল তাকে হাসপাতাল থেকে জেলে পৌঁছে দেওয়ার,  তারা রাতটা আসানসোল অঞ্চলের এক নিষিদ্ধপল্লীতে কাটানোটাকেই বেশি প্রাধান্য দেয় এবং তাকে একা চলে যেতে বলে।
হাজারিবাগে রাতের খাবার খাওয়ার পর বৈজু যাদব নামের ওই বন্দিকে একলা জেলে ফিরে যেতে বলে, দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীরা যৌনকর্মীদের সঙ্গে রাত কাটাতে চলে যায়।
এই ঘটনার পর অভিযুক্ত পুলিশকর্মীদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন কোডারমা জেলার এসপি। এছাড়াও একটি কমিটি গঠন করা হয়েছে এই ঘটনার তদন্ত করতে।

Exit mobile version