ইয়েমেনে সৌদি সামরিক ঘাঁটি দখল

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ ও কয়েকটি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা আরো একটি সৌদি সামরিক ঘাঁটি দখল করেছে। ইয়েমেনে সৌদি আগ্রাসন অব্যাহত থাকার প্রেক্ষাপটে প্রতিরোধ যোদ্ধারা এ ঘাঁটি দখল করল। খবর রেডিও তেহরান।

গতকাল শেষ বেলায় এক অভিযান চালিয়ে নাজরান প্রদেশের আল-মাখরুখ এলাকার এ ঘাঁটি দখল করে। এ সময় বেশ সেনাবাহিনীর কয়েকটি গাড়ি ও যুদ্ধ সরঞ্জাম ধ্বংস হয়েছে। এর আগে, ইয়েমেনের সা’দা প্রদেশের সীমান্তে অবস্থিত একটি সৌদি সামরিক ঘাঁটিতে হামলা চালায় আনসারুল্লাহ যোদ্ধা ও ইয়েমেনের সেনাবাহিনী।

গত কয়েকদিন ধরে আনসারুল্লাহ ও উপজাতি যোদ্ধারা সৌদি সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এসব যোদ্ধার সহায়তায় গতকাল ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে। এসময় চারটি ট্যাংক ধ্বংস হয়।

Exit mobile version