মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কিছু ইমেইল হাতিয়ে নিয়েছে রাশিয়ান হ্যাকাররা।
গত বছর হোয়াইট হাউজের স্পর্শকাতর কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলা চালানোর অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।
খবরে বলা হয়েছে, ওবামার অনেকগুলো ইমেইল পড়েছে হ্যাকাররা। তবে ইমেইলের সংখ্যা উল্লেখ করা না হলেও এ খবরে আরো বলা হয়েছে, এ ঘটনার পর মার্কিন কর্মকর্তারা কয়েক সপ্তাহব্যাপী দৈনিক বৈঠক করতে বাধ্য হয়েছেন।
তবে হোয়াইট হাউজের কর্মকর্তারা দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্টের খোদ ইমেইল একাউন্টে হ্যাকাররা ঢুকতে পেরেছে বলে কোনো আলামত পাওয়া যায় নি। কিন্তু প্রেসিডেন্ট ওবামার অনেকগুলো চিঠিপত্র হাতিয়ে নিতে পেরেছে এ সব হ্যাকার।
হোয়াইট হাউজের কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলা হওয়ার বিষয়টি চলতি মাসের গোড়ার দিকে নিশ্চিত করেছে ওবামা প্রশাসন। তবে এতে গোপন তথ্য হাতিয়ে নেয়া যায়নি বলে দাবি করা হয়েছিল।
মার্কিন কর্তৃপক্ষ এ বিষয়ে প্রকাশ্য যা বলেছে, প্রকৃতপক্ষে সাইবার হামলা তার চেয়ে অনেক বেশি ভয়াবহ ও উদ্বেগজনক ছিল বলে নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে।