যুক্তরাষ্ট্রের প্লাইমাউথের একটি পার্কে নামাজরত মুসল্লিদের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি ও ব্যঙ্গ করায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার পার্কের ভেতর অবসর সময় কাটাতে এসেছিলেন মুসলিম পরিবারটি। নামাজের সময় হলে তারা পার্কেই নামাজে দাঁড়িয়ে যান। তাদের নামাজের দৃশ্য সহ্য হয়নি সেখানে উপস্থিত ভিন্নধর্মী এক নারীর। ফলে সে নামাজরতদের সামনে এসে অশ্লীল অঙ্গভঙ্গি ও আচরণ শুরু করে। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে এ আচরণের অভিযােগে তাকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, তাদের সঙ্গে ১০ বছরের ছেলে ও আট বছরের কন্যা সন্তানও পার্কে উপস্থিত ছিল। ওই নারীর বিরুদ্ধে মামলাও দায়ের করে পুলিশ। ৩৬ বছর বয়সী ওই নারীকে অশ্লীল আচরণ ও অন্য ধর্মে আঘাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ ওই মুসলিম পরিবারটির পরিচয় প্রকাশ করেনি।