নিউইয়র্কে অ্যাপার্টমেন্টে অাগুনে নিহত ১২

নিউইয়র্কের ব্রংকসে একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। খবর বিবিসি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিউইয়র্ক সিটি মেয়র বিল দে ব্লাসিও বলেছেন, আগুনে এক শিশুসহ ১২ জন নিহত হয়েছে। এছাড়া দগ্ধ চারজনের অবস্থা গুরুতর।

মেয়র জানান, ফায়ারি সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

যে অ্যাপার্টমেন্টে আগুন লেগেছে সেটিব্রংকস চিড়িয়াখানা ও ফোর্ডহাম বিশ্ববিদ্যালয়ের পাশে প্রোসপেক্ট অ্যাভিনিউয়ে অবিস্থত। আগুন লাগার খবর পেয়েফায়ার সার্ভিসের ১৬০ কর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Scroll to Top