নির্বাচিত হলে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেবেন হিলারি

প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ‘দ্বিতীয় শ্রেণির’ নাগরিকের মর্যাদা দিতে চান ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন। দেশটির এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর বৈধতা দিতে যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে একটি হাইস্কুলের অনুষ্ঠানে দেওয়ায় বক্তৃতায় এসব কথা বলেন হিলারি।

হিলারি বলেন, ‘রিপাবলিকান পার্টির প্রত্যেক মানুষের সঙ্গে এ বিষয়ে আমার ভিন্নমত রয়েছে। আমি ভুল করছি না। আজ পর্যন্ত রিপাবলিকান পার্টির কোনো সম্ভাব্য প্রার্থী নাগরিকত্বের বিষয়টি নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। তাঁরা দল ক্ষমতায় গেলে এ কাজটি সহজে করবেন না।”

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি আটকে রয়েছে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলই মনে করে, বিপুলসংখ্যক অনিবন্ধিত অভিবাসী এবং ভিসা কোটা বন্ধের ফলে অভিবাসীদের বিষয়ে সংস্কার জটিল হয়ে পড়েছে। ২০১৩ সালে ডেমোক্রেট নিয়ন্ত্রিত সিনেটে অভিবাসন সংস্কার প্রস্তাব অনুমোদিত হয়। তবে পরে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদে তা স্থগিত হয়ে যায়। মধ্য আমেরিকার দেশগুলো থেকে বিপুলসংখ্যক শিশুর আগমণ ইস্যুটিকে আরও সামনে নিয়ে আসে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছরের নভেম্বর মাসে কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী পদক্ষেপে প্রায় ৫০ লাখ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দেন। তবে গত ফেব্রুয়ারি মাসে এ আদেশ কার্যকর হওয়ার আগ মুহূর্তে টেক্সাসের একজন বিচারক ওই পদক্ষেপ স্থগিত করেন। হিলারি ওবামার ওই পদক্ষেপের পক্ষে তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করেন। –

Exit mobile version