পেন্টাগনে বোমা হামলার হুমকি

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আরলিংটনে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। হুমকির পর গতকাল শুক্রবার পেন্টাগন সিটি শপিং প্লাজা এবং পেন্টাগন সিটি মল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পেন্টাগনের আশেপাশের সব সড়কে যান চলাচল বন্ধ করে সেখানে অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। আরলিংটন কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট এতথ্য জানিয়েছে। খবর এনডিটিভি’র।

ওয়াশিংটন মেট্টোপলিটন এরিয়া ট্রানজিট অথরিটি জানিয়েছে, মেট্টোরেল স্টেশনের প্রবেশ পথ বন্ধ করে দিয়ে সেখানে পুলিশের কড়া পাহারা বসানো হয়েছে। এসব এলাকা গোয়েন্দা কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলেও স্থানীয় গণমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে।

Scroll to Top