সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন হিলারি ক্লিনটন।
সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী এবং ফার্স্ট লেডি ইন্টারনেটে প্রকাশ করা এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়ে বলেন, তিনি সাধারণ আমেরিকানদের আশা-আকাঙ্ক্ষাকে তুলে ধরতে চান।
ডেমোক্রেটিক দলের মনোনয়নে সবচেয়ে এগিয়ে থাকা হিলারি এ সপ্তাহেই আইওয়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
হিলারির নির্বাচনী প্রচারণার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যেখানে তিনি নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে ভিডিওটি প্রকাশ করেন।
সেখানে প্রকাশিত আরো একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে সাধারণ মার্কিন নাগরিকেরা তারা তাদের আশা-আকাঙ্ক্ষা ও দাবি-দাওয়ার কথা বলছেন।
মে মাসের মাঝামাঝি নাগাদ হিলারি তার প্রথম সমাবেশ করবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট বারাক ওবামাও তার প্রার্থিতার প্রতি সমর্থন করে বলেছেন, হিলারি হবেন একজন চমৎকার প্রেসিডেন্ট।
২০০৮ সালে ডেমোক্রেটিক প্রার্থিতার লড়াইয়ে অপ্রত্যাশিতভাবেই ওবামার কাছে হেরে গিয়েছিলেন হিলারি।
প্রার্থিতা ঘোষণার সাথে সাথেই তার বিরোধী রিপাবলিকানরা তার সমালোচনা করে বলেছে, দায়িত্বে থাকার সময় হিলারি গোপনীয়তা, কেলেঙ্কারি এবং ব্যর্থ নীতির চিহ্ন রেখে গেছেন।
জনমত জরিপে দেখা যাচ্ছে হিলারি প্রেসিডেন্ট প্রার্থী হলে তার জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হয়ে তিনি হয়তো ইতিহাসে সৃষ্টি করবেন।