বরাবরের মতো বিশ্বের ক্ষমতাধর এক শ’ নারীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন।
২০১৫ সালের এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন জার্মানীর চ্যান্সেলর এ্যাঞ্জেলা মার্কেল। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছেন ৫৯তম ক্ষমতাধর নারী। ফোর্বসের ওয়েবসাইটে এক প্রতিবেদনে মঙ্গলবার তালিকাটি প্রকাশ করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ফোর্বসের তালিকায় বিগত ১২ বছরে এবার নিয়ে ১০ বার জায়গা করে নিলেন এ্যাঞ্জেলা মার্কেল। ১০ বারের মধ্যে ৯ বারই তিনি প্রথম স্থান দখল করেছেন।
দ্বিতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী সিনেটর হিলারি ক্লিনটন। যিনি ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাচ্ছেন।
ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় এবার নতুন মুখ রয়েছে ১৯টি।