বাবা হচ্ছেন জাকারবার্গ

ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মেয়ে হচ্ছে। ফেসবুকেই শুক্রবার সুখবরটি দিয়েছেন ১৪৯ কোটি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা। খবর জানিয়েছে এনডিটিভি।
জাকারবার্গ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রিসিলির ও আমার জন্য রোমাঞ্চকর খবর, আমাদের মেয়ে হচ্ছে। আমাদের জীবনের একটি নতুন অধ্যায় হবে এটি।’
২০১২ সালে জাকারবার্গ ও প্রিসিলা বিয়ে করেন। আগে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল।
জাকারবার্গ জানান, ‘আমরা সত্যিই ভাগ্যবান যে, সিলা (প্রিসিলা চ্যান) একজন চিকিত্সক ও শিক্ষাবিদ হিসেবে আর আমি ফেসবুক কমিউনিটি আর দাতব্য কাজ করে বিশ্বজুড়ে মানুষের জীবনকে ছুঁয়ে যেতে পেরেছি। এখন আমাদের লক্ষ্য হবে আমাদের মেয়ে ও পরবর্তী প্রজন্মের পৃথিবীটাকে আরও সুন্দর করে যাওয়া।’
সন্তান নিতে গিয়ে তাঁদের সমস্যার কথাও খোলামেলাই বলেছেন জাকারবার্গ। এর আগে গর্ভধারণ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়েছে প্রিসিলাকে। তিন বার গর্ভপাত হয়েছে। তবে এবারে সেই ঝুঁকি অনেক কম বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা। এমনকি জাকারবার্গ বাবা হওয়ার আনন্দে লিখেছেন, ‘আলট্রাসাউন্ডে দেখেছি, সে (পেটে থাকা শিশু) আমাকে তার হাত দিয়ে থাম্বস আপ ‘লাইক’ দিয়েছে।’
জাকারবার্গ জানিয়েছেন, ‘মা ও মেয়ে দুজনই সুস্থ আছে। তাকে দেখার জন্য আমার আর তর সইছে না।’

Scroll to Top