ব্রাদারহুড নেতাদের সব বই পোড়াবে মিসর

মুসলিম ব্রাদারহুড নেতাদের লেখা সব বই পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে মিসর। ব্রাদারহুড ছাড়াও সমমনা দলগুলোর নেতাদের লেখার ক্ষেত্রেও এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

সোমবার এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এ নতুন এ সিদ্ধান্তের কথা জানায় মিসরের সামরিক সরকার। বিজ্ঞপ্তিতে শাইখ হাসানুল বান্না, ইউসুফ আল কারজাভি, সাইয়িদ কুতুবসহ ব্রাদারহুডের অন্য নেতাদের বইগুলোকে বিষাক্ত গ্রন্থ হিসেবে উল্লেখ করা হয়।

দেশের বিভিন্ন ধর্মীয় ও পাবলিক লাইব্রেরিতে থাকা বইগুলো সংগ্রহ করা হবে। পরে সংগৃহীত এসব বই পুড়িয়ে ফেলা হবে।
সূত্র:মিডল ইস্ট মনিটর।

Scroll to Top